শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ: উইন্ডিজকে হারিয়ে শীর্ষে শ্রীলঙ্কা

টেস্ট চ্যাম্পিয়নশিপ: উইন্ডিজকে হারিয়ে শীর্ষে শ্রীলঙ্কা

উত্তরণবার্তা ডেস্ক : গল টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো লঙ্কানরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেল শ্রীলংকা। ৩ ম্যাচ শেষে ১ জয় ও ২ হারে ১২ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজেরও।
 
গল টেস্টে চতুর্থ দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো শ্রীলংকা। ম্যাচটি জিততে শেষ দিনে ৪ উইকেট প্রয়োজন ছিলো লঙ্কানদের। ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিলো ২৯৬ রান। কিন্তু আজ, পঞ্চম দিন ১৬০ রানে অলআউট হয়ে হার বরণ করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ৫২ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। দুই অংকের কোটা স্পর্শ করে দিন শেষে অপরাজিত থাকেন এনক্রুমার বোনার ও জসুয়া ডি সিলভা। বোনার ১৮ ও ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। আজ দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।
 
ডি সিলভা ৫৪ রানে থামলেও, ৬৮ রানে অপরাজিত থাকেন বোনার। বোনারের সাথে লোয়ার-অর্ডারের কোন ব্যাটার বড় জুটি গড়তে না পারলে ১৬০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে বড় অবদান রাখেন শ্রীলংকার দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিস। ২৯ ওভারে ৪৬ রানে ৫ উইকেট নেন এম্বুলদেনিয়া। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন এম্বুলদেনিয়া। ৬৪ রানে ৪ উইকেট নেন মেন্ডিস। প্রথম ইনিংসে ৩৮৬ এবং  ৪ উইকেটে ১৯১ রান করে  নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। প্রথম ইনিংসে ২৩০ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK