শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৩
ব্রেকিং নিউজ

বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন

বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন

উত্তরণবার্তা ডেস্ক  : অনুশীলনে অনুমতি না নিয়ে পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আইনজীবী মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকালে আদেশ দেয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলন করে পাকিস্তান দল। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চায়।
পতাকা টানানোর ব্যাখ্যাও দেন তারা। সেখানে বলা হয়, খেলোয়াড়দের মাঝে দেশপ্রেম উজ্জীবিত রাখতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই এ রীতি চালু করেন দলটির কোচ সাইকলাইন মুশতাক। সেই সিরিজ মাঠে না গড়ালেও পরে বিশ্বকাপে গিয়েও আরব আমিরাতে এই নিয়ম চালু রাখে তারা। দেশটির যুব দলেও একই নিয়ম কার্যকর রয়েছে বলে জানিয়েছে তারা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK