বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৪

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করেছে ইউনিসেফ ও ইউনিলিভার

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করেছে ইউনিসেফ ও ইউনিলিভার

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক অংশীদারত্বের আওতায় ইউনিলিভার ও ইউনিসেফ বাংলাদেশের ২৫টি সরকারি হাসপাতাল এবং ৩০টি চা বাগানের শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিয়েছে। ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক্রমে ইউনিসেফ সারা দেশে করোনা চিকিৎসায় নিয়োজিত ২৫টি সরকারি হাসপাতাল নির্বাচন করে।

এসব হাসপাতালের মধ্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ঢাকায় অবস্থিত। বাকিগুলো দেশের বিভিন্ন স্থানে অবস্থিত। ইউনিলিভার ও ইউনিসেফের যৌথ উদ্যোগের অংশ হিসেবে ইউনিসেফ ও বিটিএ ৩০টি চা বাগানকে নির্বাচন করে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিয়েছে। বিজ্ঞপ্তি

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK