শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১১:৩৫

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেঞ্চে, বিধ্বস্ত খুলনা

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেঞ্চে,  বিধ্বস্ত খুলনা

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : চমক জাগিয়ে সাকিব আল হাসান ওপেনিংয়ে নামলেও তার ব্যাটে রানখরা কাটেনি। তারকাবহুল জেমকন খুলনার ব্যাটিংয়ের দুরাবস্থারও মনে হয় শেষ নেই। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে নাভিশ্বাস উঠল সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়দের। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছে জেমকন খুলনা। ভয়ংকর মুস্তাফিজ নিয়েছেন ৫ রানে ৪ উইকেট।
 
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন 'কাটার মাস্টার'। এই নিয়ে নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল চট্টগ্রাম। আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে তারা ৮৮ রানে শেষ করে দিয়েছিল। খুলনার দুর্দশার শুরু প্রথম ওভার থেকেই। রান নেওয়ার চেষ্টায় বিজয় আর সাকিব চলে যান এক প্রান্তে। মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন বিজয়।
 
৫ হাজারের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল ৩ রান। ওই ৩ রান করেই তিনি মিড অনে ক্যাচ তুলে দেন। তিনে নেমে ইমরুল কায়েস বরাবরের মতো উইকেট উপহার দিয়ে আসেন। প্রথম দুই ম্যাচে 'ডাক' মারা ইমরুল আজ অবশ্য ২৬ বলে ২১ রান করেন। আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে দলকে উদ্ধার করা আরিফুল হকও আজ ৩০ বলে মাত্র ১৫ রানে আউট হন। ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ। আর টানা ৪ ওভারের স্পেলে বল করে নাহিদুলের শিকার ১৫ রানে ২ উইকেট।
 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK