শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪১
ব্রেকিং নিউজ

সব ছাপিয়ে ম্যারাডোনা

সব ছাপিয়ে ম্যারাডোনা

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : একেক দলের একেক সমীকরণ। ইন্টার মিলান যেমন নেমেছিল বাঁচা-মরার লড়াইয়ে। বার্য়ান মিউনিখ, ম্যানসিটি ও লিভারপুল নেমেছিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার মিশনে। কিন্তু দিয়েগো ম্যারাডোনার আচমকা মৃত্যুর খবরে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচই যেন অর্থহীন হয়ে গিয়েছিল।

ম্যাচের আগে ও পরে সব ছাপিয়ে সবার মুখে শুধু ম্যারাডোনা। ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়কের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা রিয়াল মাদ্রিদ অগ্নিপরীক্ষায় উতরে যাওয়ার পর প্রয়াত ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধার্ঘ্য জানান দলটির কোচ জিনেদিন জিদান। ঘরের মাঠে রিয়ালের কাছে ২-০ গোলে বিদায়ের দুয়ারে চলে যাওয়া ইন্টার মিলান কোচ আন্তনিও কন্তেও স্মরণ করেছেন ম্যারাডোনাকে।

এডেন হ্যাজার্ড ও রদ্রিগোর গোলে ইন্টারকে হারিয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। আট পয়েন্ট নিয়ে শীর্ষে গ্লাডবাখ। দুই পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।

টানা চতুর্থ জয়ে এদিন নকআউটপর্ব নিশ্চিত করেছে বার্য়ান মিউনিখ ও ম্যানসিটি। ঘরের মাঠে সালজবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্য়ান। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৭১তম গোলে প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রাউলকে ছুঁয়েছেন বার্য়ানের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি।

আর অলিম্পিয়া কোসের মাঠে ম্যানসিটি জিতেছে ফিল ফোডেনের দেয়া একমাত্র গোলে। ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা লিভারপুল পারেনি বার্য়ান ও সিটির সঙ্গী হতে। ঘরের মাঠে আতালান্তার কাছে ২-০ গোলে হেরে অপেক্ষা বেড়েছে ইংলিশ চ্যাম্পিয়নদের।

একনজরে ফল

রিয়াল মাদ্রিদ ২ :০ ইন্টার মিলান

গ্লাডবাখ ৪ : ০ শাখতার দনেৎস্ক

বার্য়ান মিউনিখ ৩ : ১ সালজবুর্গ

আতলেতিকো ০ : ০ লোকোমেতিভ মস্কো

ম্যানসিটি ১ : ০ অলিম্পিয়াকোস

পোর্তো ২ : ০ মার্শেই

আতালান্তা ২ : ০ লিভারপুল

আয়াক্স ৩ : ১ মিডজিল্যান্ড

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK