শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:১৭
ব্রেকিং নিউজ

বিশ্বে প্রথম স্যানিটারি পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড

বিশ্বে প্রথম স্যানিটারি পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে নারীদের জন্য পিরিয়ডের সকল পণ্য বিনামূল্যে দিচ্ছে স্কটল্যান্ড। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। প্রতিবেদনে বলা হয়েছে, এখন দেশটির স্থানীয় কর্তৃপক্ষের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে যেন পিরিয়ডের সকল পণ্য যার মধ্যে স্যানিটারি প্যাড, টেম্পন বা তুলার পট্টি রয়েছে এসব যাদের প্রয়োজন তারা একদম বিনামূল্যে পায়।
 
সিএনএন জানিয়েছে, দেশটিতে এখন পিরিয়ডের সকল পণ্য সরকারি ভবনগুলোতে পাওয়া যাবে। এসব ভবনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় আছে। বিনামূল্যে পিরিয়ডের পণ্যের বিলটি দেশটির পার্লামেন্ট সদস্য মনিকা লেলন সর্বপ্রথম তুলে আনেন। তিনি ২০১৬ সাল থেকে 'পিরিয়ড পভার্টি'র ইতি টানতে ক্যাম্পেইন করে আসছেন। বিবিসি, সিএনএন
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK