বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০৪
ব্রেকিং নিউজ

ইবিতে গুচ্ছের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবিতে গুচ্ছের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

উত্তরণবার্তা প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের খ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানবিক অনুষদভুক্ত ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ইবি কেন্দ্রে প্রায় ৫ হাজার ৯শত ২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

গুচ্ছ পদ্ধতি’র ‘বি’ ইউনিটের ইবি কেন্দ্রের সমন্বয়কারী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ তার সঙ্গে ছিলেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ