শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:১৭
ব্রেকিং নিউজ

খেলনা ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা

খেলনা ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী তালেবান আফগান সরকারি বাহিনীর ওপর বোমা ফেলতে ছোট ড্রোন ব্যবহার করছে বলে জানান আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান আহমাদ জিয়া শিরাজ। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক কিছু হামলায় তালেবান জঙ্গিরা খেলনা ড্রোন ব্যবহার করেছে। আফগান গোয়েন্দা প্রধান বলেন, তালেবান জঙ্গিরা মূলত ক্যামেরা ড্রোন ব্যবহার করে বোমা হামলা চালাচ্ছে। তারা ক্যামেরা ড্রোন সন্ত্রাসী কাজে ব্যবহার করছে।

তার বাহিনী এ ধরনের জনপ্রিয় ডিভাইসের আমদানি বন্ধ করতে চায় বলে পার্লামেন্টে জানান আহমাদ জিয়া শিরাজ। তিনি বলেন, বোমা ফেলতে খেলনা ড্রোন ব্যবহারের ঘটনায় প্রমাণ হচ্ছে যে তালেবান জঙ্গিরা তাদের লড়াইয়ে নতুন কৌশল ব্যবহার করছে। গত অক্টোবরের শেষ দিকে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে বোমা ফেলতে তালেবান জঙ্গিরা এমন ড্রোন ব্যবহার করেছে।আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলে আগ্রাসী মার্কিন সেনাদের মোতায়েন করা হলেও এখনও সেখানে শান্তি ফিরে আসেনি। বর্তমানে আফগানিস্তানে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK