শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:০০
ব্রেকিং নিউজ

মুড়কি

মুড়কি

উত্তরণবার্তা ডেস্ক : মুড়কি বানাবেন যেভাবে।
উপকরণ: খই ২৬০ গ্রাম, মুড়কি বানানোর গুড় ১৫০ গ্রাম, চিনি ৬০ গ্রাম ও পানি আধা কাপ।

প্রণালি: গুড় আর পানি ভালো করে জ্বাল দিতে হবে। জ্বাল হওয়ার পর চিনি মেশাতে হবে। আরও ২ থেকে ৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার খইগুলো গুড়ের সঙ্গে ধীরে ধীরে আলতোভাবে ভালো করে মেশান।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK