বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:২৬
ব্রেকিং নিউজ

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি আটক ১

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি  আটক ১

উত্তরণবার্তা প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের নাম কৌশিক রায় তনু (১৭)। সে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার কৃপাসিন্ধুর ছেলে। ২৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। দোয়ারা বাজার থানা পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার কৌশিক রায় তনু ২২ অক্টোবর  শুক্রবার রাত নয়টার দিকে তার ফেসবুক ওয়াল থেকে মহানবী (সা.) নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এই খবরটি জানাজানি হয়ে গেলে আমবাড়ি বাজারে আসরের নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ মিছিল করে এবং পরিস্থিতি অবনতি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেই যুবককে সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, কৌশিক রায় তনু স্বীকার করে জানিয়েছে- সে তার ফেসবুক থেকে এই অবমাননাকর পোস্টটি দিয়েছে এবং পরে তার ফেসবুক ডিলিটও সে নিজে করেছে। সার্বিক দিক বিবেচনা করে আটকের পর তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সুনামগঞ্জে আনা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, ফেসবুক মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় আমরা কৌশিক নামের একজনকে আটক করেছি। আটকের পর সে স্বীকার করেছে সে তার ফেসবুক থেকে পোস্টটি করেছে এবং সে পরে তার ফেসবুক ডিলিটও করেছে। আটকের সময় দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহও উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। সার্বিক দিক বিবেচনা করে আটক ব্যক্তিকে সুনামগঞ্জে নিয়ে গেছে পুলিশ।
উত্তরণবার্তা /এআর

  মন্তব্য করুন
     FACEBOOK