শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৩:২৯

জাবিতে মূকাভিনয়ে ‘সম্প্রীতির বাংলাদেশ’ প্রদর্শিত

জাবিতে মূকাভিনয়ে ‘সম্প্রীতির বাংলাদেশ’ প্রদর্শিত

উত্তরণবার্তা প্রতিবেদক : সদ্য সমাপ্ত হওয়া শারদীয়া দূর্গোৎসবের সময় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মূকাভিনয় ‘সম্প্রীতির বাংলাদেশ’ প্রদর্শিত হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে রঙ্গন মাইম একাডেমি এ মূকাভিনয়ের আয়োজন করে। এর নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ও রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইস্রাফিল আহমেদ। মূকাভিনয়ে অংশগ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দিপাবলী, আকাশ, তামিম হোসেন, জয়ন্ত, শিল্পী, শুক্লা, রিফাত, উৎসব, কৃষ্ণ, জিসান ও রবিন প্রমুখ।

অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, আমরা মনুষত্ব জাগ্রত করার জন্য বিভিন্ন আয়োজন করে থাকি। আয়োজনে এমন কোনো বার্তা থাকে না যাতে দেশের অকল্যাণ হয়। সকল আয়োজন দেশ ও মানুষের কল্যানের জন্য। আজকের আয়োজনে আমরা এমন এক বাংলাদেশের বার্তা তুলে ধরতে চেয়েছি, যেখানে হিন্দু, মুসলিম, বৈধ্য, খ্রিস্টান সবাই একসাথে বাস করতে পারবে। আমরা এমন এক সম্প্রীতির বাংলাদেশ চেয়েছি যেখানে ধর্মের কারণে কোনো ভেদাভেদ থাকবে না, আর এর জন্য দরকার মনস্তাত্ত্বিক পরিবর্তন। আর এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্যই আমাদের এই আয়োজন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK