শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:০৬

ফেনীতে লাইভে এসে স্ত্রী খুন : স্বামীর মৃত্যুদণ্ড

ফেনীতে লাইভে এসে স্ত্রী খুন  : স্বামীর মৃত্যুদণ্ড

উত্তরণবার্তা প্রতিবেদক : ফেনীতে ফেসবুক লাইভে এসে তাহমিনা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ডের আদেশ ‍দিয়েছে আদালত। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামি টুটুলকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাত্র ৬০ কার্যদিবসে এ হত্যার রায় ঘোষণা করা হলো। ৫ বছর আগে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে টুটুলের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের বিয়ে হয়।

২০২০ সালের ১৫ এপ্রিল তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন টুটুল। হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য দায় স্বীকার করেন। এ ঘটনায় তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। গত বছরের ১৫ ডিসেম্বর একমাত্র আসামি ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার বাদী নিহতের বাবা সাহাব উদ্দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় ১৭ জনেরে ১৩ জনের সাক্ষ্য দেন। ২০ জানুয়ারি থেকে বিচার কার্য শুরু হয়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK