শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩২
ব্রেকিং নিউজ

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। হলের প্রদীপ্ত ব্লকের ৮ তলার ৮০৬ নাম্বার রুমে আগুনের সূত্রপাত হয়। ১৯ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। হলের আবাসিক শিক্ষক ড. মহসিনা আক্তার খানম জানান, ১৮ অক্টোবর সোমবার ওই রুমের একজন আবাসিক ছাত্রী কাপড় আয়রনের মেশিন চালু করে রুম বন্ধ রেখে চলে যায়। আয়রনের তাপে তোষক পুড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ধরার ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে।

কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথমে ৮০৬ নাম্বার রুমে আগুন লাগলে পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, সোমবার একজন ছাত্রী রুমে অবস্থান করেছিলো। সকালে তিনি বের হয়ে যাওয়ার সময় আয়রন মেশিন চালু রেখে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ