শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:২৯
ব্রেকিং নিউজ

প্রাথমিক শিক্ষার্থীরা নতুন ক্লাসে উঠবে আগের শ্রেণির রোল নিয়েই

প্রাথমিক শিক্ষার্থীরা  নতুন ক্লাসে উঠবে আগের শ্রেণির রোল নিয়েই

উত্তরণ বার্তা প্রতিবেদক : মাধ্যমিকের মতো প্রাথমিকেও এবার পরীক্ষা ছাড়াই পরের শ্রেণিতে উঠে যাবে শিক্ষার্থীরা। তবে পরের শ্রেণিতে ওঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। বর্তমান শ্রেণিতে যার যে রোল নম্বর আছে, পরের শ্রেণিতেও সাধারণত তার সেই রোল নম্বরই থাকবে। বছর শুরুর আড়াই মাসের ক্লাস ও করোনার সময় যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে। 
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। সেই সময় তাদের ক্লাস টেস্ট নেয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন, এখন সেসব মূল্যায়নে আনা হবে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোও মূল্যায়ন করা হবে। তিনি বলেন, এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে না- এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই ফলো করবেন, সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে।
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ