বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৫:০৫
ব্রেকিং নিউজ

ভোলায় জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

ভোলায় জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার দৌলতখান উপজেলার মঙ্গলবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। জেলা প্রশাসক মন্ডপ ঘুরে ঘুরে সকলের সাথে শুভেচ্ছা ও  মতবিনিময় করেন।

এসময় শ্রী শ্রী ঠাকুর মদন মোহন বাউজির কেন্দ্রীয় মন্দির, সুকদেব মদন মোহন মন্দির, বাংলাবাজার হরিঠাকুর মন্দির, চরপাতা সৃষ্টিতলা রাধা গবিন্দ মন্দির, শ্রী শ্রী মদন মোহন (গুপ্তরগঞ্জ) মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকার, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিদোয়ানুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন প্রতাপ সিংসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলায় এবছর মোট ১১৬টি মন্ডপে উৎসবমূখর পরিববেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK