শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৪
ব্রেকিং নিউজ

প্রথম ধাপের স্থগিত ৫টি ইউপির ভোট ২ নভেম্বর

প্রথম ধাপের স্থগিত ৫টি ইউপির ভোট ২ নভেম্বর

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় স্থগিত করা পাঁচটি ইউপির নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান ভোট গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, প্রথম ধাপে ঘোষিত নির্বাচনের ভোট গ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুসারে, পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

ইউপিগুলো হলো- খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া সদর ও রামপালের রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন। চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে দাখিলের প্রয়োজন হবে না এবং আগে মনোনয়নপত্র দাখিলকারীকে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল/প্রত্যাহারের সুযোগ দেয়া যাবে। সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগের মনোনয়নপত্রগুলোই বহাল থাকবে। বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে। আগামী ২ নভেম্বর ১০টি পৌরসভার সাধারণ নির্বাচন, সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩৬৪টি ইউপির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউপির ভোট হবে। বাকী প্রায় সাড়ে ৩ হাজার ইউপির ভোট ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় ইসি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK