শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪০
ব্রেকিং নিউজ

২১ নভেম্বর: হাসতে নেই মানা

২১ নভেম্বর: হাসতে নেই মানা

উত্তরণ বার্তা ডেস্ক : ২১ নভেম্বর ২০২০.
 
* জোকস-১
 
আনুষ্ঠানিকতা শেষ করে বাবা-মা সহ সবাই কনেকে বিদায় দিচ্ছে। এ সময় বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো-
ছেলে: আচ্ছা বাবা, ওই মেয়ের বাবা-মা কাঁদে কেন?
বাবা: তার মেয়েকে এত বড় করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন বিদায় দিচ্ছে পরের ঘরে। তাই তার মায়ায় কান্নাকাটি করছে।
ছেলে: তা মেয়েটা কাঁদে কেন?
বাবা: মা-বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে। তাই সেই মায়ায় কান্নাকাটি করছে।
ছেলে: তাহলে বরটা কাঁদছে না কেন?
বাবা: সবাই শুধু এখন কাঁদছে। আর ছেলেটা কাঁদবে সারাজীবন। সবে বিয়ে করেছে। বউটা নিয়ে ঘরে উঠুক, তারপর থেকে কাঁদবে।
 
* জোকস-২
 
রাস্তায় হোঁচট খেয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে আঘাত লাগায় স্ত্রীকে নিয়ে বল্টু গেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক ওষুধ দিয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে একটি পট্টি মেরে দিয়ে বললেন-
চিকিৎসক: আর কোনো সমস্যা নেই। কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বল্টু : দুই ঠোঁটে পট্টি মেরে দিতে ফি কত দিতে হবে?
 
* জোকস-৩
 
চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক যুবক। প্রশ্নকর্তা তার কাছে জানতে চাইলেন-
প্রশ্নকর্তা: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে?
উত্তরদাতা: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK