শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৩৭
ব্রেকিং নিউজ

তালেবান জঙ্গিরা এখনো পাকিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছে

তালেবান জঙ্গিরা এখনো পাকিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছে

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ মঙ্গলবার দেশটির পার্লামেন্ট বৈঠকে বলেছেন, এখনো পাকিস্তানের কোয়েটা ও মিরান শাহ শহরে তালেবান জঙ্গির ঘাঁটি রয়েছে। সেখান থেকেই তারা পরিচালনা করে এবং আফগানিস্তানে এসে জঙ্গি কার্যক্রম চালায়। তিনি পার্লামেন্ট সদস্যদের বলেন, পাকিস্তানে এখনো তালেবান ঘাঁটি রয়েছে, সেখানে তাদের প্রশিক্ষণ দেয়া হয় এবং লড়াই করার জন্য আফগানিস্তানে পাঠানো হয়েছে। সেখানে তাদের আবাস ছিল, এখনো আছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
 
দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে ৯৬ শতাংশ সামরিক অভিযান রয়েছে, আর বাকি ৪ শতাংশ রয়েছে আন্তর্জাতিক জোট বাহিনীর অধীনে। এছাড়া আসাদুল্লাহ খালিদ বলেন, কাতারে তালেবানের সঙ্গে আলোচনার ফলে নিরাপত্তা বাহিনীর অর্জন ব্যাহত হয়েছিল, নয়তো আফগান বাহিনীর অর্জন আরো জোরদার হতো। খালিদ আরো বলেন, তালেবান কাতারের অফিসকে একদিকে শান্তি ও যুদ্ধবিরতি সম্পর্কিত আলোচনা করার জন্য ব্যবহার করেছিল, কিন্তু অন্যদিকে তারা পুরো দেশজুড়ে তাদের বিদ্রোহ কার্যক্রম তীব্রতর করে।
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK