বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫০

মাদককে না বললেন মাদক মামলার ২৫০ কারাবন্দী

মাদককে না বললেন মাদক মামলার ২৫০ কারাবন্দী

উত্তরণবার্তা প্রতিবেদন : মাদক গ্রহণ না করার শপথ নিলেন নোয়াখালী জেলা কারাগারের মাদক মামলার ২৫০ কারাবন্দি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারাগারের ভেতরে মাদকবিরোধী আলোচনা সভায় তারা এ শপথ গ্রহণ করেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করব পরিহার’ স্লোগান সামনে রেখে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 
 
 
জেল সুপার ফণী ভূষণ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিসি খোরশেদ আলম খান। অনুষ্ঠানে কারাবন্দিদের উদ্দেশে জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, মাদক সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এই ধ্বংসের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমরা গড়ে তুলব মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম কারাবন্দিদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে সমাজ থেকে মাদক দূর করতে কারাবন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি। মাদকবিরোধী সভায় এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/নাছির/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ