বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:৪১
ব্রেকিং নিউজ

শিশু তানিয়া ধর্ষণ-হত্যা : পটুয়াখালীর দুই খুনির ফাঁসি বহাল রাখলো আপিল বিভাগ

শিশু তানিয়া ধর্ষণ-হত্যা : পটুয়াখালীর দুই খুনির ফাঁসি বহাল রাখলো আপিল বিভাগ

উত্তরণবার্তা প্রতিবেদক : ষোল বছর আগে পটুয়াখালীর দশমিনায় ধর্ষণ শেষে হত্যা করা হয় শিশু তানিয়াকে। ওই হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামিরা হলেন: দশমিনার গাচিয়ানির খোরশেদ হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওরফে পাচু ওরফে সুমন ওরফে নুরুল আলম এবং আবু তাহের খলিফার ছেলে মো. মিরাজ খলিফা। আসামিদের আপিল খারিজ করে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ফাঁসি বহাল রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। তবে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জাফর গাজী ইতিমধ্যে মারা গেছেন। তার আপিল বাদ দেয়া হয়েছে।

দণ্ডিত এই তিন আসামি ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর পটুয়াখালীর দশমিনার নাবালিকা শিশু তানিয়াকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৬ সালে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রায় বহাল রাখে। এর বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গতকাল শুনানি শেষে ওই আপিল খারিজ করে দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ শুনানি করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK