বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০৮
ব্রেকিং নিউজ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মত বিশেষজ্ঞদের

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে  মত বিশেষজ্ঞদের

উত্তরণবার্তা প্রতিবেদক : বাংলাদেশে দীর্ঘ ১৯৭ দিন পর ২১ সেপ্টেম্বর মঙ্গলবার করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ‌্যে ১ হাজার ৫৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে হিসেবে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। সাধারণত, যেকোনো মহামারির ক্ষেত্রে সংক্রমণ বা আক্রান্তের হার ৫ শতাংশের নিচে নামলে তা নিয়ন্ত্রণে এসেছে বলা হয়।

তাই, বাংলাদেশে করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৬৯ শতাংশে নেমে আসায় এ মহামারি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্বাস্থ‌্য বিশেষজ্ঞরা। শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামা মানে কি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘বর্তমান শনাক্তের হার হিসেবে আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে পারি। তারপরও আমাদের সবাইকে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।‘

স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেছেন, ‘করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে হলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। যারা এখনও ভ্যাকসিন নেননি, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের দিতে হবে। শনাক্তের হার এরকম থাকলে স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যেতে পারে।’

এ বছরের ২৪ জুলাই করোনা সংক্রমণের হার ছিল সর্বোচ্চ ৩২.৫৫ শতাংশ। সেদিন সারা দেশে করোনা পরীক্ষা করেছিলেন ২০ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের দেহে। গত ২৮ আগস্ট থেকে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। কমছে মৃত্যুও। সর্বশেষ গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। এর ৬০ দিন পরে ২৮ আগস্ট করোনায় মৃত্যু ১০০ জনের নিচে নেমে আসে। সেদিন মৃত্যু হয় ৮০ জনের। ২৮ আগস্ট থেকেই মৃত্যুর পরিমাণ ১০০ এর নিচেই আছে। আজ ২১ সেপ্টেম্বর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ২৭৭ জন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ