মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৫১

গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতলা মাছ

গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতলা মাছ

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ। ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম। ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার সকু মোল্লার আড়তে আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন। 
 
চান্দু মোল্লা জানান, সকালে সকু মোল্লার আড়ত থেকে ১৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি।  এখন লাভে বিক্রি করতে মোবাইলে দেশের বিভিন্ন জায়গার বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। দুপুরের মধ্যেই মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ