শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১০:৪৫
ব্রেকিং নিউজ

আগস্টে পণ্য রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ

আগস্টে পণ্য রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ

উত্তরণবার্তা ডেস্ক : করোনার মধ্যেও আগস্ট মাসে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের বা ২৮ হাজার ৭৫৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। ২০২০ সালের আগস্ট মাসে ২৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অবশ্য আগস্ট মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় কমেছে। এ সময়ে ৬৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৩১ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য দেখা গেছে।

রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরিটাওয়েল, হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে। ইপিবির তথ্যানুযায়ী, জুলাই-আগস্ট সময়ে ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে এক দশমিক ২৭ শতাংশ কম। অর্থবছরের প্রথম এ দুই মাসে নিটওয়্যার রপ্তানিতে চার দশমিক ৬৩ শতাংশের মত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এ দুই মাসে প্রায় ৩২৬ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে আর ওভেন পোশাক আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ৩৩ শতাংশ কমেছে। এ সময়ে ২৩৮ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে। একক মাস হিসেবে শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো। এ মাসে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয়েছিল ২৪৬ কোটি ডলারের পোশাক।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK