শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৩:৪২
ব্রেকিং নিউজ

কিংবদন্তি সৌমিত্রর মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন

কিংবদন্তি সৌমিত্রর মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আজ রবিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। প্রবীণ এই মহাতারকা, অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি ও চিত্রকর কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘদিন রোগের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে।
সৌমিত্রের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে অভিনয় জগত। তার প্রভাব এসে পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই কিংবদন্তি অভিনেতার ভক্তকুল ছড়িয়ে আছে সমস্ত অঙ্গনেই। সাধারণ মানুষ থেকে তারকাদের মনোজগতে ছিল তাঁর বিচরণ। ভারতের সাবেক অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তাই টুইট করেছেন, 'অনেক কিছু দিয়েছেন আপনি, এবার শান্তিতে ঘুমান।' উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা লিখেছেন, 'কিংবদন্তির প্রয়াণের খবরটি শুনে খুব বিমর্ষ হয়ে পড়েছি। তাঁর আত্মা শান্তি পাক।'
 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK