শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৩৭
ব্রেকিং নিউজ

৭ ক্যাটাগরিতে ৫ আগস্ট দেওয়া হবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

৭ ক্যাটাগরিতে ৫ আগস্ট দেওয়া হবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

উত্তরণবার্তা ডেস্ক : শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের সব আয়োজন চূড়ান্ত। আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে এই পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন। প্রথমবার সাত ক্যাটাগরিতে ১১টি পুরস্কার দেয়া হচ্ছে। ক্রীড়াঙ্গনের মানুষের বড় আগ্রহ-কারা পাচ্ছেন এই পুরস্কার তা জানার।
 
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম জানিয়েছেন, ‘এই অনুষ্ঠান সম্পর্কিত আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আমরা অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে সংযুক্ত হবেন। আর মনোনীতরা জাতীয় ক্রীড়া পরিষদের অনুষ্ঠান থেকে পদক ও অর্থ পুরস্কার গ্রহণ করবেন।’
 
আগের দিন (৪ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করবে। ‘আমরা একদিন আগেই পুরস্কার প্রাপ্তদের নাম জানিয়ে দেবো। সাত ক্যাটাগরিতে ১১টি প্ররস্কার দেয়া হবে’- বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।
 
প্রথমবার যে সাত ক্যাটাগরিতে দেয়া হচ্ছে পুরস্কার
১. আজীবন সম্মাননা- ১
২. ক্রীড়াবিদ- ৩
৩. ক্রীড়া সংগঠক- ২
৪. উদীয়মান ক্রীড়াবিদ- ২
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- ১
৬. ক্রীড়া সাংবাদিক- ১
৭. পৃষ্ঠপোষক- ১
 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK