শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:২১
ব্রেকিং নিউজ

রাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

উত্তরণবার্তা  প্রতিবেদক :  দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো ফের বন্ধ রাখতে যাচ্ছে সরকার। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা স্টেশনগুলো বন্ধ থাকবে। প্রতিদিন বিদ্যুতের পিক আওয়ারে (চাহিদা বেশি থাকার সময়) ছয় ঘণ্টার জন্য এগুলো বন্ধ থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই সিএনজি স্টেশন মালিকদের বিষয়টি জানিয়ে দেয়া হবে।

গ্যাস সংকটের কারণে দেশে বিভিন্ন সময়ে সিএনজি স্টেশন রেশনিং (দিনের কিছু সময় খোলা, কিছু সময় বন্ধ) করে পরিচালিত হয়। সর্বশেষ ২০১৯ সালের ঈদুল আজহার সময় রেশনিং উঠিয়ে নেওয়া হয়েছিল। প্রায় দুই বছর পর ফের তা চালু করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যুতের পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি উন্নত করতেই এ পরিকল্পনা। পাশাপাশি অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ