শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০২
ব্রেকিং নিউজ

ছবিতে বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বিমান

ছবিতে বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বিমান

উত্তরণবার্তা ডেস্ক : রাইট ভাতৃদ্বয়ের উড়োজাহাজ তৈরির গল্পটা নিশ্চয় সবারই জানা! ১৯০৩ সালে নর্থ ক্যারোলিনার কিটি হকে রাইট ভাতৃদ্বয়ের তৈরি প্রথম নিয়ন্ত্রিত ও শক্তিসম্পন্ন উড়োজাহাজ ১২০ ফুট পথ পাড়ি দেয়। সেই থেকে শুরু হয় মনুষ্যজাতির আকাশে ওড়ার গল্প। যা আজ আকাশ ছাড়িয়ে চলে গেছে অন্য গ্রহে। আকাশ পথে উড়ার গন্ডি ছাড়িয়ে এখন লক্ষ আকাশপথ পরিবহনের পরিমাপের দিকে। এখনতো শুধু মানুষ নয় মহাকাশযান উড্ডয়নে সাহায্য করতেও এখন বিমান ব্যবহার করা হয়। আর সেই বিমানগুলোকেও নির্মাতারা প্রতিবারই আগের চেয়ে ক্ষমতাবান এবং বড় করার চেষ্টায় মত্ত। এমনই এক বিমান হচ্ছে রক, যা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিমানের খেতাব অর্জন করেছে। এই বিমানটি নির্মান করেছে স্ট্রাটোলঞ্চ নামের বহুজাতিক সুপারসনিক মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে বড় এই বিমানটি একটি ফুটবল মাঠের চেয়েও বড়। সম্প্রতি রক তার দ্বিতীয় পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করেছে৷ চলুন বিমানটি সম্পর্কে জেনে নেয়া যাক আরো কিছু তথ্য-

রক নামের স্ট্রাটোলঞ্চ-এর তৈরি এই বিমানটি পাখাসহ ১১৭ মিটার চওড়া এবং এটি ছয়টি বোয়িং ৭৪৭ ইঞ্জিনে চলে৷ মুলত মহাকাশযান আকাশে তুলতে এবং লঞ্চ করতে এই বিমান ব্যবহার করতে চান এটির নির্মাতারা৷ গত ২৯ এপ্রিল দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করে রক৷ এ সময় সেটি ভূপৃষ্ঠ থেকে ৪,২৬৭ মিটার উঁচুতে ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম হয়৷

বিমানটির পরীক্ষামূলক এই উড়ালের সময়কাল ছিল তিন ঘণ্টা। স্ট্রাটোলঞ্চ প্লেনের ক্যালিফোর্নিয়ার মাহাভি বিমানবন্দরে অবতরণের আগের দৃশ্য এটি৷ বিমানটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উপরে পর্যন্ত উঠতে সক্ষম৷ বিশাল আকৃতির এই প্লেনটি প্রথম পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করে ২০১৯ সালের এপ্রিল মাসে৷রক বিমানে ২২০ টনের বেশি ওজনের বস্তু বহন করা যাবে৷ রক-এর দ্বিতীয়বার উড়াল শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেটির নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাটোলঞ্চ-এর প্রধান পরিচালন কর্মকর্তা জাকারি ক্র্যাভার৷ তিনি বলেন, ‘‘স্ট্রাটোলঞ্চ বিমানের আজকের পারফর্ম্যান্সে আমরা সন্তুষ্ট৷’’ বিমানটি ক্রমশ হাইপারসনিক ভেহিক্যাল নিয়ে উড়ালের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷
তথ্যসুত্র- ডয়েচেভেলে, এপি, এফপি, রয়টার্স ও স্ট্রাটোলঞ্চ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ