শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২৪
ব্রেকিং নিউজ

উলিপুরে ঝগড়া থামাতে গিয়ে ধাকায় বৃদ্ধার মৃত্যু

উলিপুরে ঝগড়া থামাতে গিয়ে ধাকায় বৃদ্ধার মৃত্যু

উত্তরণবার্তা প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৬ জুলাই সোমবার সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ একরামুল নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামগামী কাঁচা সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় অটোরিকশাসহ জনসাধারণকে যাতায়াতে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। সোমবার সকালে রাস্তা সংলগ্ন একরামুলের জমি থেকে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র অটো চালক বাদশা মিয়ার (৪৫) গর্তের পার্শ্ববর্তী জমির মালিক জনৈক একরামুল নামের এক ব্যক্তির জমি থেকে মাটি কেটে গর্ত ভরাট করতে থাকেন।

এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার খবর শুনে বাদশা মিয়ার মা জরিনা বেগম ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে একরামুল জরিনা বেগমকে ধাক্কা দিলে রাস্তার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একরামুলকে আটক করা হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ