মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৯:১৭
ব্রেকিং নিউজ

দুপুরের মধ্যেই কয়েক জেলায় দেড় শতাধিক মৃত্যু

দুপুরের মধ্যেই কয়েক জেলায় দেড় শতাধিক মৃত্যু

উত্তরণবার্তা  প্রতিবেদক : সারাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই স্বাস্থ্য অধিদফতরের হিসেবে মতে দেশে করোনায় মৃত্যু হচ্ছে প্রায় দুই শতাধিক। সেই সঙ্গে সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৬ জুলাই সোমবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬৮ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে। এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

এরপরই রয়েছে রাজশাহী ১৭, বরিশালে ১৬, চট্টগ্রামে ১২, ফরিদপুরে ৮, খুলনায় ১৪, বগুড়ায় ১৬ জন, যশোরে ১২ জন, চুয়াডাঙ্গায় ৭, চাঁদপুরে ৮, কুমিল্লায় ১৫, দিনাজপুরে ৬, কুষ্টিয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে । এদিকে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে দেশে ২২৮ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ছিল ১১ হাজার ২৯১ জন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK