শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:০৪
ব্রেকিং নিউজ

একটুর জন্য ইতিহাস গড়া হলো না ইরানি শরণার্থীর

একটুর জন্য ইতিহাস গড়া হলো না ইরানি শরণার্থীর

উত্তরণবার্তা ডেস্ক : ইরানি তরুণী কিমিয়া আলিজাদেহর হাত ধরে অলিম্পিকে প্রথম সোনা জেতার স্বপ্ন দেখেছিল শরণার্থী দল। কিন্তু প্রথম তিন ম্যাচ জেতার পর তার টানা দুটি হারে স্বপ্নভঙ্গ হলো। টোকিও গেমসে রবিবার তায়কোয়ান্দোতে সেমিফাইনাল ও ব্রোঞ্জ পদক প্লে অফ হেরে চতুর্থ হয়েছেন ২৩ বছর বয়সী। ইরানি প্রতিপক্ষ নাহিদ কিয়ানি চানদেহকে ১৮-৯ ব্যবধানে প্রথম ম্যাচে হারান আলিজাদেহ। তারপর শেষ ষোলোতে দুইবারের সোনা জয়ী জেড জোন্সকে হারিয়ে চমকে দেন। ব্রিটিশ চ্যাম্পিয়নকে ১৬-১২ ব্যবধানে হারান তিনি। কোয়ার্টার ফাইনালে ৯-৮ ব্যবধানে জেতেন চীনের ঝোউ লিজুনের বিপক্ষে।

তাতে শরণার্থী অলিম্পিক দল প্রথমবার পদক জয়ে আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু তুরস্কের হাতিচে কুবরা ইলগুনের কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচ হেরে যান আলিজাদেহ। প্রথম পর্বে ইলগুনের বিপক্ষে অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হন, ৮-৬ ব্যবধানে হারেন। তার আগে রাশিয়ান প্রতিপক্ষ তাতিয়ানা মিনিনার কাছে সেমিফাইনাল হেরে যান ১০-৩ ব্যবধানে। আলিজাদেহ গত রিও অলিম্পিকে প্রথম ইরানি নারী হিসেবে পদক জেতেন। ব্রোঞ্জ পদক গলায় ঝুলান তিনি। পরে জার্মানিতে পালিয়ে যান এবং শরণার্থী দলের হয়ে প্রতিযোগিতা করেন। এই দলটি দ্বিতীয়বার অলিম্পিকে অংশ নিয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK