বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২২:৫৪
ব্রেকিং নিউজ

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত : স্থগিত পার্লামেন্ট

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত : স্থগিত পার্লামেন্ট

উত্তরণবার্তা ডেস্ক : তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করেছেন সে দেশের প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। গতকাল রবিবার নিজ বাসভবনে এক জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণের ঘোষণা দেন প্রেসিডেন্ট। তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারায় প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট। এছাড়া পার্লামেন্ট স্থগিতও রেখেছেন।

এদিকে, নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট কাইস সাইয়েদ বলেন, "আমার এই ঘোষণায় কেউ যদি অস্ত্র হাতে তুলে নেয়ার চিন্তা করে, আমি তাদের সতর্ক করছি যে, কেউ যদি গুলি চালায়, তবে সশস্ত্র বাহিনীও গুলির মাধ্যমেই তার জবাব দেবে।"তিনি দাবি করেন, তার কাজ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তিনি সংসদ সদস্যদের দায়মুক্তি স্থগিত করেছেন। উল্লেখ্য, এর আগে রবিবার তিউনিসিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নিয়ে তারা করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দেশ ও জনগণের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। এ সময় তারা সরকারের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK