শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩০
ব্রেকিং নিউজ

মানবিক কসাইয়ের গল্প

মানবিক কসাইয়ের গল্প

উত্তরণবার্তা ডেস্ক : গরু বা খাসি কাটার জন্য কসাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোরবানির ঈদে প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। ঈদুল আজহা উপলক্ষে কসাইকে উপজীব‌্য করে নির্মিত হয়েছে একক নাটক। বরজাহান হোসেন রচিত ‘মানবিক কসাই’ নামে এ নাটক নির্মাণ করেছেন সোয়েব সাদিক সজিব। নাটকের গল্পে দেখা যাবে—কোরবানির জন্য গরু কিনেছেন হামিদ সাহেব। ঈদ করার জন‌্য জামাই-মেয়েও তার বাড়িতে হাজির হয়। কিন্তু গরু কিনে পড়েছেন মহা বিপদে। কারণ কসাই পাওয়া যাচ্ছে না। শহরের নাম করা জুম্মন কসাইকে আনা হয় গরু কাটার জন্য। কিন্তু গরুর করোনা টেস্ট করানো হয়নি বলে গরু কাটতে অপারগতা প্রকাশ করে জুম্মন কসাই।

তারপর মহিলা কসাই আঞ্জুকে আনার পরিকল্পনা করে। কিন্তু আঞ্জু কসাই প্রচন্ড ব‌্যস্ত। ঈদের চতুর্থ দিন ছাড়া পারবে না। ঈদ চলে আসে। সর্বশেষ কোনো উপায় না পেয়ে ভিন্ন এক সিদ্ধান্ত নেন হামিদ সাহেব। নাটকটিতে অভিনয় করেছেন—শহিদুল আলম সাচ্চু, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান, সামিনা বাশার, কাজী রাজু, নীলা হক, সজীব, ইমরান প্রমুখ। ২৫ জুলাই রবিবার রাত সাড়ে ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে মাহী কথাচিত্রের ব‌্যানারে নির্মিত এই নাটক।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK