বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪১

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় ৪০৩ গ্রেফতার

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় ৪০৩ গ্রেফতার

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার  ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ প্রথম দিন ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০৩জনকে গ্রেফতার করা হয়েছে ।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনকে ১লাখ ২৭হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।  অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির ১০লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের  দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ  রেখে আজ সকাল ৬টায়  শুরু হওয়া  ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK