শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৫:০৯
ব্রেকিং নিউজ

খুব দ্রুত বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করতে পারব: বিক্রম দোরাইস্বামী

খুব দ্রুত বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করতে পারব: বিক্রম দোরাইস্বামী

উত্তরণবার্তা প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভ্যাকসিন উৎপাদনও দ্রুত বাড়ছে। আশা করছি খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে পারব। পাঁচদিনের ভারত সফর শেষে শুক্রবার সকালে আখাউড়া-আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ঢাকায় ফিরে যাওয়ার সময় নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহে ভারত ইতিবাচক এবং এ নিয়ে সফল আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই ভ্যাকসিন সরবরাহ করব।
 
অপর এক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য দিন দিন প্রসার ঘটছে। বিশেষ করে গেল বছর কোভিড-১৯ পরিস্থিতিতেও বাংলাদেশ- ভারত দু-দেশের আমদানি বাণিজ্য বেড়েছে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK