শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:১৪

জঙ্গিদের সক্ষমতা বাড়লেও নাশকতা করতে পারবে না

জঙ্গিদের সক্ষমতা বাড়লেও নাশকতা করতে পারবে না

উত্তরণবার্তা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিদের সক্ষমতা বেড়েছে। তবে, তারা আগের মতো নাশকতা করতে পারবে না। জঙ্গিদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর আছে।’ ২০ জুলাই মঙ্গলবার  ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে জঙ্গিরা পাঁচটি চেকপোস্ট বা স্থাপনায় বোমা রেখে যায়। যদিও সেগুলো শক্তিশালী তেমন কোনো বোমা ছিল না। কিন্তু, সম্প্রতি নারায়ণগঞ্জ ও অন্যান্য স্থান থেকে যেসব বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে, তাতে মনে হচ্ছে, তাদের সক্ষমতা বেড়েছে। বোমাগুলো শক্তিশালী ছিল। তবে, তারা যেন আগের মতো নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ‌্যান্ড ট্রান্সন‌্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এলিট ফোর্স র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে। জঙ্গিরা কোথায় অবস্থান করছে, তারা কার কার সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রযুক্তির কোন কোন সহযোগিতা নিয়ে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে—সবকিছু সার্বক্ষণিক পর্যালোচনা করা হচ্ছে এবং নজরদারি অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষ এখন পারতপক্ষে ঘরের বাইরে বের হচ্ছেন না। এ সময় ঘরে থেকে ইন্টারনেটে সময় দিচ্ছেন। সেক্ষেত্রে কেউ কেউ নিজের অজান্তেই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যেতে পারেন। এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের বিশেষজ্ঞ দল কাজ করছে। জঙ্গি কর্মকাণ্ড থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য দিচ্ছে জনসাধারণকে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া তিন তরুণের ব্যাপারে তথ্য আমাদের কাছে ছিল। তারা জিহাদের জন্য বের হয়েছে। এ দেশে কারো সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না, সে বিষয়ে আমাদের তদন্ত এখনও অব্যাহত আছে। পরিশেষে বলতে পারি, জঙ্গিদের সক্ষমতা বাড়লেও আগের মতো নিজেদের জানান দেওয়ার সক্ষমতা নেই। ঈদ উপলক্ষে তারা যেন ঢাকা শহরে নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK