শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:৩১
ব্রেকিং নিউজ

করোনা থেকে মুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাত

করোনা থেকে মুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাত

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। জামাত শেষে করোনা ভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা এহসানুল হক। এছাড়া চতুর্থ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ