বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:০৯

তিন সঙ্গী নিয়ে মহাকাশ ঘুরে এলেন জেফ বেজোস

তিন সঙ্গী নিয়ে মহাকাশ ঘুরে এলেন জেফ বেজোস

উত্তরণবার্তা ডেস্ক : মহাকাশ থেকে ঘুরে এসেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও আমাজন প্রধান জেফ বেজোস। ২০ জুলাই মঙ্গলবার  তার রকেট শিপ নিউ শেপার্ডের প্রথম ক্রু বিমানে করে এ যাত্রা করেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ সফরে তার সঙ্গী হয়েছেন মি. বেজোসের ভাই মার্ক বেজোস, ৮২ বছর বয়সী নভোচারী ও পাইলট ওয়ালি ফানক এবং ১৮ বছর বয়সী বালক অলিভার ডিমেন। নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি তৈরি করেছে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। মহাকাশ পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্য নিয়ে এটির ডিজাইন করা হয়েছে।

টেক্সাসের ভ্যান হর্নের নিকটে অবস্থিত একটি বেসরকারি লঞ্চ সাইট থেকে এটি উৎক্ষেপন করা হয়। এর ১১ মিনিট পরেই তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। মহাকাশযানটি গ্রহের পৃষ্ঠের উপরে প্রায় ৬৬.৫ মাইল বা ১০৭ কিলোমিটার উড়েছে। সবমিলিয়ে মহাকাশে তারা ১০ মিনিট ২০ সেকেন্ড অবস্থান করেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ