বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৮

৭৭টি বেসরকারি প্রতিষ্ঠান অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেয়েছে

৭৭টি বেসরকারি প্রতিষ্ঠান অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেয়েছে

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেয়েছে দেশের ৭৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বোরবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে নির্ধারিত শর্তাবলী পরিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।
 
টেস্ট করার ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে-
 
১. কোভিড-১৯ এর উপসর্গ/লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা, ঘ্রাণ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং যারা গত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছেন, তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।
 
২. অ্যান্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদপ্তরের (DHIS-2) সার্ভারে অ্যান্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির অ্যান্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব থেকে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS-2 অ্যান্ট্রি দিতে হবে।
 
৩. অনুমােদিত কিটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).
 
৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা। বাসা থেকে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০ টাকা রাখা যেতে পারে। একই বাসা থেকে একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০ টাকার বেশি হবে না।
 
৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- [email protected]) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবেন, যিনি মেডিক্যাল অফিসার সমমর্যাদার হবেন।
 
৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও)-এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।
 
অনুমতিপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো:
 
১. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর-২, ঢাকা।
 
২. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, দারুস সালাম রােড, মিরপুর-১, ঢাকা।
 
৩. গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, গ্রিন রােড, ঢাকা।
 
৪. থাইরােকেয়ার বাংলাদেশ লিমিটেড, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা।
 
৫. থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মােহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মােহাম্মদপুর, ঢাকা।
 
৬. ডেলটা হাসপাতাল লিমিটেড, প্রিন্সিপাল আবুল কাসেম রােড, মিরপুর, ঢাকা।
 
৭. সানি ডায়াগনস্টিক মুগদা, উত্তর মুগদা, ঝিলপাড়, ঢাকা।
 
৮. ইউনাইটেড হসপিটাল লিমিটেড, গুলশান-২, ঢাকা।
 
৯. ফারাবী জেনারেল হাসপাতাল লি., ধানমন্ডি, ঢাকা।
 
১০. সি আর এল ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২), গ্রীনরোড, ঢাকা।
 
১১. নােভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি., পরিবাগ, ঢাকা।
 
১২. ওয়েসিস হসপিটাল, সােবহানিঘাট সিলেট।
 
১৩. এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা।
 
১৪. হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., পূর্ব কাফরুল, ঢাকা।
 
১৫. শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., হালিশহর শাখা, শান্তিবাগ, চট্টগ্রাম ।
 
১৬. আল-মানার হাসপাতাল লি., সাতমসজিদ রোড, মােহাম্মদপুর, ঢাকা।
 
১৭. ভিক্টোরিয়া হেলথ কেয়ার লি., বারর রােড, মােহাম্মদপুর, ঢাকা।
 
১৮. ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লিমিটেড, সােবহানবাগ, মিরপুর রােড, ঢাকা।
 
১৯. প্রাভা হেলথ অ্যান্ড বাংলাদেশ লি., বনানী, ঢাকা।
 
২০. বায়েমেড ডায়াগনস্টিকস, সােবহানবাগ, মিরপুর রােড, ঢাকা।
 
২১. জাহান আরা ক্লিনিক লিমিটেড, সেক্টর-১, উত্তরা মডেল টাউন, ঢাকা।
 
২২. আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, পুরানা পল্টন লেন, ঢাকা।
 
২৩. আজগর আলী হসপিটাল, ডিসটিলিয়ারি রােড, গেন্ডারিয়া, ঢাকা।
 
২৪. প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগ মােড়, ঢাকা।
 
২৫. ইব্রাহিম জেনারেল হাসপাতাল, সেকশন-৬, মিরপুর, ঢাকা।
 
২৬. ডা. ফরিদা হক মেমােরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
 
২৭. শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল, রেংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা।
 
২৮. মহিলা ও শিশু হাসপাতাল, সেক্টর-৮, হাসপাতাল রােড, উত্তরা, ঢাকা।
 
২৯. ফেমাস স্পেশালাইজড হসপিটাল, মেরাদিয়া বাজার, বনশ্রী, ঢাকা।
 
৩০. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, সাতমসজিদ রােড, ধানমন্ডি, ঢাকা।
 
৩১. ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, মিরপুর রােড, ঢাকা।
 
৩২. ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, জেল রােড, ঘােপ, যশাের।
 
৩৩. ইবনে সিনা ডি- ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, গরিব-ই- নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।
 
৩৪. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, জলেশ্বর, আরিচা রােড, সাভার, ঢাকা।
 
৩৫. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, ডি আই টি রােড, মালিবাগ, ঢাকা।
 
৩৬. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রূপনগর, মিরপুর-২, ঢাকা।
 
৩৭. ইবনে সিনা হাসপাতাল, রােড নং-১৫/এ, ধানমন্ডি, ঢাকা।
 
৩৮. ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড, সােবহানিঘাট পয়েন্ট, সিলেট ।
 
৩৯. ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, ঢাকা।
 
৪০. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ঢাকেশ্বরী রােড, লালবাগ, ঢাকা।
 
৪১. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কাতালগঞ্জ আর/এ, পাচঁলাইশ, চট্টগ্রাম।
 
৪২. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কানােজগাড়ী, শেরপুর রােড, বগুড়া।
 
৪৩. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কদমতলী মােড়, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা।
 
৪৪. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কোটবাড়ী রােড, টমসম ব্রিজ, কুমিল্লা।
 
৪৫. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, প্রগতি স্মরণি, উত্তর বাড্ডা, ঢাকা।
 
৪৬. বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, মিরপুর রােড, ঢাকা।
 
৪৭. হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., খিলজী রােড, শ্যামলী, ঢাকা।
 
৪৮. গুলশান ক্লিনিক লি., প্রগতি স্মরণি, শাহাজাদপুর, গুলশান, ঢাকা।
 
৪৯. মেডিকেল সেন্টার হাসপাতাল, ও আর নিজাম রােড, পাচঁলাইশ, চট্রগ্রাম।
 
৫০. অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লি., হােসেনী দালান রােড, চাঁনখারপুল, ঢাকা।
 
৫১. ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., পিকক স্কয়ার, নিউ এয়ারপাের্ট রােড, মহাখালী, ঢাকা।
 
৫২. মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুন্নু সিটি, গােয়ালন্দ, মানিকগঞ্জ।
 
৫৩. ইসলামি ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল, ভিআইপি রােড, নয়াপল্টন, ঢাকা।
 
৫৪. ইসলামি ব্যাংক হসপিটাল, সেকশন-১১, মিরপুর, ঢাকা।
 
৫৫. ডায়নামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক-আপ, হাজীপাড়া, ডিআইটি রােড, রামপুরা, ঢাকা।
 
৫৬. এভারকেয়ার হসপিটাল ঢাকা, বসুন্ধরা আ/এ, ঢাকা।
 
৫৭. খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিরাজগঞ্জ।
 
৫৮. হেলথ ল্যাবস লি., পূর্ব শেওরাপাড়া, বেগম রােকেয়া স্মরণি, মিরপুর, ঢাকা।
 
৫৯. ট্রমা সেন্টার অ্যান্ড অর্থপেডিক হসপিটাল (প্রা.) লি., মিরপুর রােড, শ্যামলী, ঢাকা।
 
৬০. টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ঠ্যাংগামারা, বগুড়া।
 
৬১. মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., রােড ৫/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।
 
৬২. কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., দক্ষিনখান, উত্তরা, ঢাকা।
 
৬৩. লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লি., গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর -১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।
 
৬৪. মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., জনসন রোড, ঢাকা।
 
৬৫. মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., হােসাফ টাওয়ার, মালিবাগ মােড়, ঢাকা।
 
৬৬. মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., সেকশন-৬, মিরপুর, ঢাকা।
 
৬৭. এ এম জেড হাসপাতাল লিমিটেড, স্বাধীনতা স্মরণি, উত্তর বাড্ডা, ঢাকা।
 
৬৮. শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমােরিয়াল স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ, তেতুইবাড়ী, কাশিমপুর, গাজীপুর।
 
৬৯. সাজেদা হাসপাতাল, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা।
 
৭০. ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস, মিটফোর্ড রােড, ঢাকা।
 
৭১. প্রেসক্রিপশন পয়েন্ট, বা শাখা, গ-১৩৬, নর্থ বাভ, প্রগতি স্মরণ, ঢাকা-১২১২।
 
৭২. ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটরা, ব্রাহ্মণবাড়ীয়া।
 
৭৩. সি এস সি আর (প্রাইভেট) লিমিটেড, ও আর নিজাম রােড, চট্টগ্রাম।
 
৭৪. সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-২, হসপিটাল রােড, নীচাবাজার, নাটোর।
 
৭৫. সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-১, রইছ প্লাজা, কানাউখালী, নাটোর।
 
৭৬. এ এফ সি হেলথ- ফরটিস হার্ট ইনস্টিটিউট (খুলনা ইউনিট), ইন অ্যাসােসিয়েশন ওয়িথ এস্কর্ট হার্ট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড, মজিদ সরণি, সােনাডাঙ্গা, খুলনা-৯১০০।
 
৭৭. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রােড, ঢাকা।
উত্তরণবার্তা/সাব্বির 
 

  মন্তব্য করুন
     FACEBOOK