শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩৩
ব্রেকিং নিউজ

২৮ বছরের ইতিহাস ভেঙে জুলিয়া দুকুরনোর হাতে স্বর্ণপাম

২৮ বছরের ইতিহাস ভেঙে জুলিয়া দুকুরনোর হাতে স্বর্ণপাম

উত্তরণবার্তা ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র এই আসর গত ৬ জুলাই শুরু হয়। দক্ষিণ ফ্রান্সের কান শহরে ১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় এবারের আসরের পর্দা নেমেছে। এবার কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর অনুষ্ঠিত হয়। ২৮ বছরের ইতিহাস ভেঙে কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতা পেলেন সেরার পুরস্কার। ফ্রান্সের জুলিয়া দুকুরনোর হাতে উঠেছে স্বর্ণপাম। ‘টাইটেন’ সিনেমার জন্য পুরস্কারটি জিতেছেন তিনি।
 
অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর শুরুতেই মার্কিন পরিচালক স্পাইক লি ভুল করে পাম ডি’অর বিজয়ীর নাম বলে ফেলেন। যদিও পরবর্তী সময়ে দর্শকদের বলেন, ‘তালগোল পাকিয়ে ফেলার জন্য ক্ষমা চাইছি।’ তবে এজন্য পুরস্কার ঘোষণার সময় দুকুরনোর আবেগের কোনো কমতি হয়নি। তিনি বলেন, ‘আজকের সন্ধ্যায় খুঁত থাকার জন্যই এটি নিখুঁত।’ চলুন জেনে নিই কারা হলেন ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী:
 
পাম দ’র বা স্বর্ণপাম: টাইটেন (জুলিয়া দুকুরনো, ফ্রান্স)
 
গ্র্যাঁ প্রিঁ: অ্যা হিরো (আসগর ফারহাদি, ইরান) এবং কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ইওহো কুয়োসমান, ফিনল্যান্ড)
 
সেরা পরিচালক: লিও ক্যারাক্স (আনেট, ফ্রান্স)
 
জুরি প্রাইজ: আহেদস নি (নাদাভ লাপিড, ইসরায়েল) এবং মেমোরিয়া (অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল, থাইল্যান্ড)
 
সেরা অভিনেতা: ক্যালেব লান্ড্রি জোন্স (নিট্রাম, আমেরিকা)
 
সেরা অভিনেত্রী: রেনোত রাইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, নরওয়ে)
 
সেরা চিত্রনাট্য: ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি ও তাকামাসা ওয়ে, জাপান)
 
সম্মানসূচক পাম দ’র: জোডি ফস্টার ও মার্কো বেলোচ্চিও
এবারের আসরে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। তবে এই বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‘আনক্লেচিং দ্য ফিস্টস’।
উত্তরণবার্তা/সাব্বির 
 

  মন্তব্য করুন
     FACEBOOK