মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৪৪

আবারো টিকার রেজিস্ট্রেশনের সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

আবারো টিকার রেজিস্ট্রেশনের সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারো করোনা ভাইরাসের টিকা নিতে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ জুলাই মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এর আগে গত ৬ জুলাই পতিকায় ‘নিবন্ধন না করায় বিপাকে ঢাবির অর্ধেক শিক্ষার্থী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘নিবন্ধনবিহীন এসব শিক্ষার্থী এখন সরকারের সুরক্ষা অ্যাপে আবেদন করতে পারছেন না।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তখন জানান, ‘যেসব শিক্ষার্থী এখনো নিবন্ধন করতে পারেন নি তাদের জন্য আরেকটি চিঠি ইস্যু করা হবে। কোন শিক্ষার্থীই টিকা কার্যক্রমের বাইরে থাকবেন না।’

এর আগে গত ২৪ মার্চ প্রথমবারের মতো টিকা নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হয়। ৩১ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ দিলেও অর্ধেক শিক্ষার্থী তখন আবেদন করেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির জন্য আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

ফাইজার পেলে আমরা কেন নয়! আইনি সুরক্ষা চাইছে দেশীয় সংস্থাগুলি - Indian vaccine companies have said whatever benefits are given to the foreign vaccine makers should be given to them as well - বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন করার জন্য শিক্ষার্থীকে https://ssl.du.ac.bd/studentlogin ওয়েব লিংকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাসবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে। আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। মন্ত্রণালয় থেকে এই তালিকা অনুমোদিত হবার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। অতঃপর শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ