শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:২২
ব্রেকিং নিউজ

বিপ টেস্টে সর্বোচ্চ স্কোর সাকিবের

বিপ টেস্টে সর্বোচ্চ স্কোর সাকিবের

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক  : অনেক সংশয় ছিল, শঙ্কা ছিল বিপ টেস্টের বৈতরণী পার করতে পারবেন কিনা তা নিয়েও। কিন্তু সাকিব ফিরলেন চ্যাম্পিয়নের মতোই। এক বছর মাঠের বাইরে থাকার পরেও সাকিব আল হাসান বিপ টেস্টে করলেন সর্বোচ্চ স্কোর।
 
দেশসেরা এই অলরাউন্ডারের স্কোর ছিল ১৩.৭। যেখানে বেঞ্চমার্ক ছিল ১১। গত দুই দিন বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের মধ্যে নেয়া বিপ টেস্টে সাকিবেরটাই ছিল সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ উঠতি পেসার মেহেদি হাসানের। কুমিল্লার এই পেসার করেছিলেন ১৩.৬।
মিরপুরে আজ (বুধবার) সকালে বিপ টেস্ট দিতে আসেন সাকিব। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নিজের বিপ টেস্টে অংশ নেন সাকিব।
 
শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে আগস্টে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন সাকিব। সফর স্থগিত হলেও সাকিব নিজেকে প্রস্তুত করেন আন্তর্জাতিক মঞ্চে ফেরার জন্য। প্রস্তুতের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার বেছে নেন শৈশবের বিদ্যাপীঠ বিকেএসপিকে। সেখানে সাকিব পাশে পান দুই মেন্টর মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমকে। তারা দুইজন স্কিল ট্রেনিং নিয়ে কাজ করেন। ফিটনেস ফিরে পেতে সাকিবকে ট্রেনিং করান দেশের সাবেক দ্রুততম মানব ও বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফী ও বিকেএসপিরই তরুণ বক্সিং কোচ আরিফুল করিম।
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK