বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৫:১০
ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নেতা : তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নেতা : তোফায়েল আহমেদ

উত্তরণ বার্তা  প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু জাতীয় নেতা নয়, ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নেতা। 
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বঙ্গবন্ধুর ওপর আনিত প্রস্তাবে সাধারণের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।   
 
আপত্তির কারণে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফায় বঙ্গবন্ধুর মুক্তির দাবিটি অন্তর্ভুক্ত করা যায়নি জানিয়ে তিনি বলেন, আমাদের মত-পথের ভিন্নতা ছিল। তারপরও আমরা এক হতে পেরেছি। বঙ্গবন্ধুর ছয় দফাকে আমরা ১১ দফায় (সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের) অন্তর্ভুক্ত করেছি। ‘বঙ্গবন্ধুর মুক্তি চাই’ এটা আমরা লিখতে পারিনি। কেউ কেউ আপত্তি করেছিলেন। এজন্য আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার চেয়েছিলাম। তবে আমরা মনে করেছিলাম, এই দাবি এক দফায় চলে আসবে। ঠিকই পল্টনের জনসভার পর আন্দোলন এক দফায় পরিণত হয়।
 
৬৯’র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তোফায়েল বলেন, মতিউরের মৃত্যুর পর সত্যিকার গণঅভ্যুত্থান শুরু হয়। মানুষ রাজপথে নেমে আসে। মানুষ সান্ধ্য আইন ভঙ্গ করে। আমরা ৯ ফেব্রুয়ারি পল্টনে জনসভার ডাক দিলাম। সেই জনসভার পর ছাত্র আন্দোলন চলে এলো এক দফায়।
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK