বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৪

দেড়শ বছর পর সবচেয়ে সুন্দর বাদুড়ের সন্ধান পেলেন জাবি অধ্যাপক

দেড়শ বছর পর সবচেয়ে সুন্দর বাদুড়ের সন্ধান পেলেন জাবি অধ্যাপক

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রায় দেড়শ বছর পর বিলুপ্ত প্রজাতি পেইন্টেড ব্যাট বা প্রজাপতি বাদুড়ের সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল হাসান খান। তার গবেষণা সহকারী লজেশ মৃর কাছ থেকে খোঁজ পেয়ে টাঙ্গাইলের মধুপুর বনে এ বাদুড়ের দেখা পান তিনি। গত ৭ জুন একটি কলাগাছের পাতায় ঝুলে থাকতে দেখেন বিশ্বের সবচেয়ে সুন্দর এ বাদুড়কে।
 
জানা যায়, ১৮৮৮ সালে প্রকাশিত ফনা ইন ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে এই প্রজাতি ঢাকায় দেখা গেছে বলে উল্লেখ ছিল। তারপর থেকে এ বাদুর আর দেখা যায়নি। ‘Carnivola picta’ বৈজ্ঞানিক নামের বাদুড়টির ভারতের কয়েকটি রাজ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এখনো দেখা যায়। তবে বাংলাদেশ থেকে এটি বিলুপ্ত হয়ে গেছে বলে অনেক প্রাণিবিজ্ঞানী ধারণা করেছিলেন। অধ্যাপক মনিরুল হাসান খান বলেন, ‘১৩৩ বছর আগে ফনা ইন ব্রিটিশ ইন্ডিয়া নামে এক গ্রন্থে সর্বশেষ এই প্রজাপতি বাদুরের উল্লেখ পাওয়া যায়। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আসলে কত আগে তার সন্ধান পাওয়া যায়। এর নাম ‘বাটারফ্লাই ব্যাট’ বা ‘পেইন্টেড ব্যাট’। বাংলায় কোনো নাম নেই তবে আমরা প্রজাপতি বাদুড় নামেই অভিহিত করছি।’
 
মধুপুর বনে দেখা যাওয়া প্রজাপতি বাদুড়টির আয়তন প্রায় সাড়ে তিন সেন্টিমিটার এবং ওজন সাড়ে চার গ্রাম। বিশ্বের অন্যান্য অঞ্চলেও এরা সর্বোচ্চ পাঁচ গ্রাম ওজনের এবং সাড়ে তিন থেকে চার সেন্টিমিটার আয়তনের হয়ে থাকে। জুন থেকে আগস্ট মাস এদের প্রজনন মৌসুম। এরা বছরে একটি মাত্র বাচ্চা দেয় বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘ছোট পোকামাড় খেয়ে এরা প্রকৃতিতে ব্যাপক অবদান রাখে। একটার অবস্থান যেহেতু পাওয়া গেছে আমরা ধারণা করতে পারি আরও পাওয়া যাবে। আমাদের গবেষণা চলছে, তার অবস্থান সম্পর্কে স্পষ্ট হলে আমরা তার সংরক্ষণে সচেষ্ট হতে পারব।’
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK