বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৩

কাশ্মির নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি

কাশ্মির নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মির নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ জুন দিল্লিতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে যোগ দিতে অঞ্চলটির ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯ জুন শনিবার এখবর দিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। জম্মু-কাশ্মিরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লাহ ও পিপল্‌স ডেমোক্র্যাটিক পার্টি নেত্রী মেহবুবা মুফতি ছাড়াও বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন চার উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ, মুজফ্ফর হুসেন বেগ, নির্মল সিংহ ও কবীন্দ্র গুপ্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেই বৈঠকে।
বৈঠকে জম্মু-কাশ্মিরের বর্তমান রাজনৈতিক অবস্থা, সেখানে বিধিনিষেধ শিথিল করা, ইন্টারনেট সেবা স্বাভাবিক করা ও রাজনৈতিক নেতাদের আটক করে রাখার প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা। জম্মু-কাশ্মিরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার পরে এই প্রথম সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদী। তবে বৈঠকে যাবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানায়নি জম্মু-কাশ্মিরের রাজনৈতিক দলগুলি। নিজেদের মধ্যে আলোচনার পরেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তারা।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ