বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:৫০

ইবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন

ইবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ও চূড়ান্ত পরীক্ষা এবং ক্লাসের বিষয়ে আগামী ১৯ জুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১৬ জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২০তম সভা অনুষ্ঠিত হবে। এতে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে, পরীক্ষার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ বিষয়ে বলেন, পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত গুলো উপাচার্য এককভাবে নিতে পারেন না। একাডেমিক কাউন্সিলে সকলের মতামত নিয়ে সমন্বয় করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK