শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১১:২৩

সাঁথিয়ায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় ইজিবাইক চালককে হত্যা

সাঁথিয়ায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় ইজিবাইক চালককে হত্যা

উত্তরণ বার্তা প্রতিবেদক : সাঁথিয়ায় চালক সেলিমকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্ত্রীকে মোবাইলে উত্ত্যক্ত করায় ইজিবাইক চালক সেলিম হোসেনকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে আল-আমিনসহ তার সহযোগীরা। হত্যার পর ইজিবাইকটি ৩১ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে হত্যাকারীরা। গতকাল মঙ্গলবার পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল খান প্রেস বিফিংয়ে হত্যাকাণ্ডের রহস্য জানান। পুলিশ গ্রেফতারকৃতদের পাবনা আদালতে হাজির করলে আসামিরা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম হোসেন মোবাইলে উত্ত্যক্ত করত বহলবাড়িয়া গ্রামের আল-আমিনের স্ত্রী শীলা খাতুনকে। শীলা তার স্বামীকে বিষয়টি জানালে সে সেলিমকে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৯ জুন রাতে পাবনা-নগরবাড়ি মহাসড়কের বহলবাড়িয়া কালুকাটা চকে সেলিমকে হত্যা করে আল-আমিনসহ অন্য আসামিরা। হত্যা মামলার পাঁচ আসামি গ্রেফতার হয়েছে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK