শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৫:৪৪

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো যুবলীগ

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো যুবলীগ

উত্তরণ বার্তা প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৫ জুন মঙ্গলবার কুর্মিটোলা হাই স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘গাছ শুধু আমাদের পুষ্টিই দেবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশবিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক মো. শামছুল ইসলাম পাটোয়ারীসহ সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ