শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৭:৫৬
ব্রেকিং নিউজ

যশোরে ‘লকডাউন’ বাড়লো আরো ৭ দিন

যশোরে ‘লকডাউন’ বাড়লো আরো ৭ দিন

উত্তরণ বার্তা প্রতিবেদক : যশোরে করোনা সংক্রমণের হার না কমায় আরো সাত দিন বাড়ানো হয়েছে ‘লকডাউন’। ১৫ জুন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। এদিন একজন করোনা রোগী ও করোনা উপসর্গ নিয়ে আরো তিনজন মারা গেছেন। এরা সবাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বাংলানিউজকে বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান ‘লকডাউন’ আরো সাত দিন বাড়ানো হয়েছে। হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ জুন ভোর থেকে যশোর ও অভয়নগরের নওয়াপাড়া পৌরশহরে এক সপ্তাহের জন্য দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধসহ ‘লকডাউন’ ঘোষণা করা হয়।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK