শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪০
ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিমানবাহিনী প্রধানের পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিমানবাহিনী প্রধানের পুষ্পার্ঘ্য অর্পণ

উত্তরণ বার্তা প্রতিবেদক : বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিমানবাহিনী প্রধান টুঙ্গিপাড়ায় পৌঁছলে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম তাকে স্বাগত জানান। সেখানে বিমানবাহিনী প্রধানকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধুর সমাধিবেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন। ১৯৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শনিবার বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নেন। আইএসপিআর।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ