শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৫২
ব্রেকিং নিউজ

ইরানে গোপন অভিযানের তথ্য ফাঁস করলেন সাবেক মোসাদ প্রধান

ইরানে গোপন অভিযানের তথ্য ফাঁস করলেন সাবেক মোসাদ প্রধান

উত্তরণবার্তা আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলি গোয়েন্দাদের ইরানে চালানো গোপন অভিযানের বিবরণ তুলে ধরেছেন দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের সদ্য বিদায়ী প্রধান ইয়োসি কোহেন। ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর ইউভডা ডকুমেন্টারি প্রোগ্রামে সাংবাদিক ইলান ডায়ানকে দেয়া ওই সাক্ষাৎকার বৃহস্পতিবার রাতে সম্প্রচার হয়।
 
সাক্ষাৎকারে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা ধ্বংস করাসহ একজন পরমাণু বিজ্ঞানী হত্যায় নিজেদের সম্পৃক্ততারও ইঙ্গিত দেন তিনি। এছাড়াও ২০১৮ সালে ইরানের ওয়্যারহাউসে হামলা চালিয়ে পরমাণু কর্মসূচিসংক্রান্ত কয়েক হাজার নথি চুরির কথাও স্বীকার করেন। তিনি বলেন, ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ যেকোন ব্যক্তি বা সংগঠনই তাদের লক্ষ্যে পরিণত হয়। অনেক যাচাই বাছাই করে প্রকাশ করা হলেও কোহেনের এমন বিস্তারিত তথ্য তুলে ধরার বিষয়টিকে বিস্ময়কর বলছে গণমাধ্যমগুলো। পাঁচ বছরের বেশি সময় ধরে মোসাদকে নেতৃত্ব দেওয়ার পর গত সপ্তাহে অবসরে যান কোহেন।
উত্তরণবার্তা/সাব্বির  

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ